নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
নিউইয়র্কে নারীকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার/ ছবি: এবিসি নিউজ

নিউইয়র্কের ব্রুকলিনে এক নারীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ কমিশনার জেসিকা টিশ রোববারের এই ঘটনাকে ‌‘সবচেয়ে ঘৃণ্য অপরাধের একটি’ বলে উল্লেখ করেছেন। খবর বিবিসি, আল জাজিরা।

তিনি জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকালে ওই নারী ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে থেমে থাকা একটি এফ ট্রেনের ভেতরে সম্ভবত ঘুমিয়ে ছিলেন। সে সময় অপরিচিত এক ব্যক্তি তার কাছে গিয়ে লাইটার দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

কী কারণে সন্দেহভাজন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে কাজ করছে পুলিশ। তবে পুলিশ নিহত ওই নারীর পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, হামলার আগে তাদের দুজনের মধ্যে কোনো কথা হয়নি। তাদের ধারণা, হামলাকারী এবং ওই নারী পরস্পরকে চিনতেনও না। স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুন ও ধোঁয়া দেখে ছুটে আসেন। তারা দেখতে পান যে কামরার ভেতরে একজন দাঁড়িয়ে আছেন এবং তার সারা গায়ে আগুন জ্বলছে।

ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এক ব্যক্তি প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে ছিলেন। ওই ব্যক্তির পরনে ছাই রঙের হুডি ছিল। রোববার পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেন। ওই ব্যক্তির পরনেও একই পোশাক ছিল। তাকে অপর একটি সাবওয়ে থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেই ওই নারীর গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু জরুরি বিভাগের কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।