আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র: তাইওয়ান ইস্যুতে চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র। আর এই পদক্ষেপের প্রতিক্রিয়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলা করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ ‘আগুন নিয়ে খেলার’ মতো। এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না।

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য ৫৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত সহায়তা অনুমোদন করেছেন। এছাড়া শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, তাইওয়ানের কাছে ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।ে

আরও পড়ুন: 

এদিকে, যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের প্রতিরক্ষার প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে।

এর আগে গত সেপ্টেম্বরেও তাইওয়ানবে ৫৬ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আবারও ৫৭ কোটি ১০ লাখ ডলারের সহায়তা অনুমোদন করলেন বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও চীনের হুমকি প্রতিহত করতে তারা এই সহায়তা দিচ্ছে।

আরও পড়ুন: 

তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তাই যুদ্ধরাষ্ট্রের এই পদক্ষেপে বেজায় চটেছে শি জিনপিংয়ে দেশ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন বিপজ্জনক পদক্ষেপ নেওয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।