মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মেক্সিকোতে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার পশ্চিম মেক্সিকোর একটি বনাঞ্চলে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সেসনা ২০৭ মডেলের ওই ছোট প্লেনটি লা প্যারোটা শহর থেকে যাত্রা করেছিল। জেলিসকো সিভিল প্রটেকশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, প্লেনট এমন একটি স্থানে বিধ্বস্ত হয়েছে যেখানে প্রবেশ করা বেশ কষ্টসাধ্য।
ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্যে জানানো হয়েছে যে, সাতজন নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলিসকো সিভিল প্রটেকশন।
বিধ্বস্ত হওয়ার পর প্লেনটিতে আগুন ধরে যায়। তবে উদ্ধারকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
- আরও পড়ুন:
- তুরস্কে হাসপাতালের ওপর ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৪
- ব্রাজিলে বিমান বিধ্বস্তে ৬২ আরোহী নিহত
- ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলো হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ পুরো ঘটনা তদন্ত করছে বলে জানানো হয়েছে।
টিটিএন