গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজাজুড়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১৭৪ জন। শুক্রবার (২০ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রাণালয় এ তথ্য জানিয়েছে।
এতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ সাত হাজার ৫১২ জন।
এদিকে ‘গাজা ডেথ ট্রাপ’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডক্টরস উইথআউট বডার্স। এতে বলা হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিগত নিধনের স্পষ্ট লক্ষণ রয়েছে।
তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই অভিযোগ তোলে মানবাধিকার সংস্থাটি।
এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরায়েল কর্তৃপক্ষ গাজায় জরুরি পরিস্থিতিতে টিকে থাকতে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ পানিও সরবরাহ করতে দেয়নি। শুধু এ কারণেই উপত্যকাটির হাজার হাজার মানুষ মারা গেছে। ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগ।
এইচআরডব্লিউ বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় এমনকি ন্যূনতম এই পরিমাণ পানিও জোগাড় করা সম্ভব হচ্ছে না। গাজাবাসীদের আওতায়ধীন এলাকায় থাকা পানি সরবরাহের প্রায় পুরোটাই পান অযোগ্য। এমনকি, সদ্যোজাত যেসব শিশু মায়ের অপুষ্টির কারণে বুকের দুধ পায় না, তাদেরকেও এই দূষিত পানিতে মেশানো খাবার খাওয়ানো হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম