সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ ডিসেম্বর ২০২৪
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল।
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, নতুন করে আলোচনা চায় বাংলাদেশ
ট্যাক্স সুবিধা আটকে রেখে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার কয়েক বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। ২০১৭ সালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি করে ভারতীয় ধনকুবের গৌতম আদানির কোম্পানি। এখন এই চুক্তির ব্যাপারে নতুন করে আলোচনার আশা করছে ঢাকা।
টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে নীরব লেবার পার্টি
অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সরকারের একটি তদন্ত প্রতিবেদনে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের নাম ওঠে এসেছে। বেশ কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হ্যাম্পস্টেড ও হাইগেটের এই লেবার এমপির বিরুদ্ধে তার খালা বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তহবিল আত্মসাৎ করতে সহায়তার অভিযোগ উঠেছে।
ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য সর্বকালের সর্বনিম্ন
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কিছুটা কমানোর ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এমন চিত্র দেখা যায়। এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৮৫.০৬৫০ রুপি। আগের দিন অর্থাৎ বুধবার যা কমে দাঁড়িয়েছিল ৮৪.৯৫২৫ রুপি।
ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, দুজন আইসিইউতে
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দুজন হলেন ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গি ও উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় সৌদি আরব: ব্লিঙ্কেন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় সৌদি আরব। আর এই শর্তে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান অনড় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের
এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরায়েল কর্তৃপক্ষ গাজায় জরুরি পরিস্থিতিতে টিকে থাকতে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ পানিও সরবরাহ করতে দেয়নি। শুধু এ কারণেই উপত্যকাটির হাজার হাজার মানুষ মারা গেছে। ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগ।
ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় দেখা করতে প্রস্তুত পুতিন
বছর শেষের এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমি জানি না যে কখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করবো। তিনি (ডোনাল্ড ট্রাম্প) এ বিষয়ে কিছু বলেননি। তার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে আমার কথা হয় না। তবে যে কোনো সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে আমি অবশ্যই প্রস্তুত আছি।
সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয়: বিদ্রোহী নেতা
সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা বলেছেন, দীর্ঘ যুদ্ধে সিরিয়া ক্লান্ত হয়ে পড়েছে এটা ঠিক। তবে প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য দেশটি হুমকিস্বরূপ নয়। সিরিয়ার রাজধানী দামেস্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।
মন্দার কবলে নিউজিল্যান্ড, সুদের হার আরও কমানোর ইঙ্গিত
মন্দার কবলে পড়েছে নিউজিল্যান্ডের অর্থনীতি। তৃতীয় প্রান্তিকেও দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমেছে। এমন পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ শিগগির সুদের হার আরও কমানোর সিদ্ধান্ত নেবে।
এসএএইচ/এএসএম