সিরিয়ায় শুরু হলো বাণিজ্যিক ফ্লাইট চলাচল
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর প্রথমবারের মতো শুরু হলো বাণিজ্যিক প্লেন চলাচল। দামেস্কের বিমানবন্দর থেকে বুধবার (১৮ ডিসেম্বর) একটি প্লেন উড্ডয়ন করে।
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটটি সিরিয়ার উত্তর অঞ্চলীয় শহর আলেপ্পোতে অবতরণ করেছে। এতে সাংবাদিকসহ অন্তত ৪৩ জন ছিলেন।
২৭ নভেম্বর বিদ্রোহীরা আক্রমণ শুরু করে। এরপর একের পর এক শহর দখলে নেয় তারা। এরপর ৮ ডিসেম্বর বিমানবন্দরটি ছেড়ে পালিয়ে যায় আসাদ বাহিনী। নিরাপত্তার কারণে এতদিন বিমানবন্দরটি দিয়ে প্লেন চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন>
নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, ২৪ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে পারে।
এদিকে সিরিয়ায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সিরীয় পর্যবেক্ষক সংস্থা সোমবার দাবি করেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ রয়েছে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এসব মানুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মৌয়াজ মুস্তফা দামেস্ক থেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, রাজধানী দামেস্ক থেকে ২৫ মাইল (প্রায় ৪০ কিলোমিটার) উত্তরে ওই গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত কয়েক বছরে সেখানে তিনি পাঁচটি গণকবর শনাক্ত করেছেন।
সূত্র: আল-জাজিরা
এমএসএম