যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ৮ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি বৃদ্ধি দেখলো যুক্তরাজ্য। এতে গত আট মাসের মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক ছয় শতাংশে।

মূল্যস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে জ্বালানি ও পোশাক। তাছাড়া টিকেট ও খেলাধুলাও অবদান রেখেছে।

আরও পড়ুন>

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াচ্ছে। ব্যাংকটির মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হলো দুই শতাংশ। বৃহস্পতিবার নতুন হার নির্ধারণে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংকটি।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) প্রধান অর্থনীতিবিদ গ্রান্ট ফিটজনার বলেছেন, মূলত মোটর জ্বালানি ও পোশাকের দাম বাড়ায় মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়েছে।

চ্যান্সেলর রাচেল রিভস বলেছেন, পরিবারগুলো এখনও জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।

সূত্র: বিবিসি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।