সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ ডিসেম্বর ২০২৪
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
কলকাতায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন
কলকাতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বাংলাদেশের মহান বিজয় দিবস। প্রতিবেশী দেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে ছিল নানা আয়োজন।
ফের মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ দাবি মোদীর, নিলেন না বাংলাদেশের নাম
আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে পোস্টে বাংলাদেশের নামই বললেন না তিনি। মোদীর দাবি, একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল।
একাত্তরে ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বাংলাদেশের বিজয় হয়: প্রিয়াঙ্কা
ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও ওয়ান্নার আসনের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয়। সোমবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দরকার: এস জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন। বিভিন্ন কারণে আমরা এতদিন ‘গুটিয়ে থাকা’ পররাষ্ট্রনীতি অনুসরণ করতাম। সেই দিন আর নেই। ভারত অনেক আগেই সেই দিনগুলোকে পেছনে ফেলে এসেছে।
যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে শক্তিশালী মামলা, কী করবে ভারত?
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুস-জালিয়াতির মামলায় শক্তিশালী তথ্য-প্রমাণ রয়েছে। তবে আদানির প্রত্যর্পণ শিগগিরই হবে বলে মনে করছেন না বলে বিশেষজ্ঞরা।
সিরিয়াকে ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখছে ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করা বিদ্রোহী নেতাদের মধ্যপন্থী বক্তব্যের পরও সিরিয়া থেকে হুমকির আশংকা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ওই হুমকি মোকাবিলায় সামরিক পদক্ষেপ জারি রেখেছে।
সিরিয়ার সব বিদ্রোহীগোষ্ঠী ভেঙে দেওয়া হবে: জোলানি
সিরিয়ার মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন ও বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মুহাম্মদ আল-জোলানি জানিয়েছেন, দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়া হবে ও নতুন সিরিয়ান রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া কারও হাতে অস্ত্র থাকবে না। দেশটির অন্তর্বর্তী সরকারের পর্যালোচনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোলান মালভূমিতে বসতি বাড়ানোর অনুমোদন ইসরায়েলের
অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন বাড়ানোর একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। সম্প্রতি সিরিয়ার দীর্ঘদিনের নেতা বাশার আল-আসাদের পতনের পর আরও কিছু সিরীয় এলাকা দখল করে ইসরায়েলি বাহিনী। তার কয়েক দিনের মধ্যেই অবৈধ বসতি বাড়ানোর এই সিদ্ধান্ত নিলো দখলদাররা।
ফ্রান্সের মায়োত্তে অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, কয়েকশ প্রাণহানির শঙ্কা
ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োত্তেতে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর কারণে কয়েকশ’, এমনকি হাজারেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা এখনো দুর্গত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং জীবিতদের সন্ধানে কাজ করছেন।
আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আইরিশ সরকারের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দেওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।
এসএএইচ/এমএস