ভারত

হাতকড়া পরেই বাইক চালাচ্ছেন আসামি, পেছনে বসা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
ভারতের উত্তর প্রদেশে আসামিকে হাতকড়া পরে মোটরসাইকেল চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে/ ছবি: সংগৃহীত

হাতকড়া পরা আসামি চালাচ্ছেন মোটরসাইকেল, আর পেছনে বসে আছেন পুলিশ কনস্টেবল! এ যেন রীতিমতো বলিউড সিনেমার কোনো দৃশ্য! হ্যাঁ, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মেনপুরির একটি রাস্তায় এমন দৃশ্যই দেখা গেছে।

দৃশ্যটি মোবাইলফোনের ক্যামেরায় ধারণ করেছেন প্রাইভেটকারের এক যাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) শেয়ার করার পরপরই ভিডিওটি নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, মোটরসাইকেলের চালকের সিটে হেলমেট ছাড়াই বসে আছেন আসামি। আর পেছনে হেলমেট পরে বসে আছেন পুলিশ কনস্টেবল। দুজনকে মেনপুরির রাস্তায় দেখা গেছে। একটি লম্বা দড়ি চালকের হাত থেকে পেছনে বসা কনস্টেবলের হাতে বাঁধা দেখা যায়।

দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কনস্টেবল নাকি ঠাণ্ডায় মোটরসাইকেল চালাতে পারছিলেন না। এ কারণে আসামিকে চালানোর দায়িত্ব দেন। পাশ দিয়ে যাওয়ার সময় এক প্রাইভেটকারের যাত্রী এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।

ভিডিওটির শুরুতে একটি বাইক রাস্তা দিয়ে যেতে দেখা যায়, যেখানে একটি দড়ি চালকের হাত থেকে পেছনের সিটে থাকা কনস্টেবলের হাতে বাঁধা অবস্থায় ঝুলছে। গাড়িটি বাইকের কাছে আসার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে, চালক হাতকড়া পরে আছেন।

অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে মেনপুরি পুলিশ ঘটনাটি স্বীকার করে এক্সে বক্তব্য দিয়েছে। হিন্দিতে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, এ বিষয়ে তদন্ত করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।