ইন্দোনেশিয়ায় বেড়েছে ধনীদের সম্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

মধ্যম আয়ের মানুষদের দুর্বল ক্রয় ক্ষমতা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ইন্দোনেশিয়ায় চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষমাত্রা আট শতাংশ, যা আনুমানিকভাবে প্রত্যাশিত পাঁচ দশমিক এক শতাংশ থেকে বেশি।

সব শেষ হিসাবের পর ইন্দোনেশিয়ার বেঞ্চমার্ক ইনডেক্স তিন শতাংশ বেড়েছে। ফলে দেশটির শীর্ষ ৫০ ধনীর সমন্বিত সম্পত্তি বেড়ে ২৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর যার পরিমাণ ছিল ২৫৩ বিলিয়ন ডলার।

দেশটির ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন ব্রাদার্স আর. বুদি ও মাইকেল হার্টনো। গত এক দশকেরও বেশি সময় ধরে তারা এই অবস্থান ধরে রেখেছেন। এ বছর তাদের সম্পত্তি দুই দশমিক তিন বিলিয়ন ডলার বেড়ে ৫০ দশমিক ৩ বিলিয়ন ডলা হয়েছে।

অন্যদিকে পেট্রোকেমিক্যালস ও এনার্জি টাইকুন প্রজোগো পাঙ্গেস্তু দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও তার সম্পত্তি ২৫ শতাংশ কমে ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তাছাড়া কয়লা ম্যাগনেট লো টাক কোয়াং ফের তৃতীয় স্থন দখল করেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৭ বিলিয়ন ডলার।

সূত্র: ফোর্বস

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।