পশ্চিমবঙ্গজুড়ে শৈত্যপ্রবাহ, জাঁকিয়ে বসেছে শীত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ

পশ্চিমবঙ্গজুড়ে জাঁকিয়ে বসেছে শীত। রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজ্যজুড়ে জারি করা হলো শৈত্যপ্রবাহের কড়া সতর্কবার্তা। তাতে বলা হয়েছে, কলকাতার তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। রাতে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ঠান্ডার প্রকোপ থাকবে। ঝাড়গ্রাম, পানাগড়, বাঁকুড়া, আসানসোলসহ শান্তিনিকেতন, বর্ধমান, ডায়মন্ড হাবরা, ক্যানিংসহ বেশকিছু জায়গায় শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এছাড়া দার্জিলিং শহরের তাপমাত্রা ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। জলপাইগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার, কালিম্পং, মেখলিগঞ্জ, রায়গঞ্জের তাপমাত্রা রাতে আরও ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।