ফ্রান্সে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
ছবি: সংগৃহীত

ফ্রান্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় চিডো। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ফরাসি-ভারত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল মায়োটে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে।

ঘূর্ণিঝড়টি মায়োটের শান্টিটাউনে আঘাত হানার পর মোজাম্বিকের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানা গেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটাইলিআউ সতর্ক করেছেন যে, ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ঘূর্ণিঝড় চিডোর কারণে মায়োটে অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গভর্নর ফ্রাঁসোয়া-জাভিয়ের বিউভিল সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

গভর্নর বলেন, ঘূর্ণিঝড় চিডো অত্যন্ত তীব্র ঝড়। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে (১১২ মাইল) বলে উল্লেখ করা হয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।