ভারতে আবারও কুকুর ধর্ষণ, হাতেনাতে ধরা যুবক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪
ভারতে আবারও ঘটেছে কুকুর ধর্ষণের ঘটনা। প্রতীকী ছবি: ফ্রিপিক

ভারতে রাস্তার কুকুরকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) কর্ণাটকের রামনগর জেলার সাথনুর সড়কে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে অস্বাভাবিক কাজে লিপ্ত অবস্থায় দেখতে পেয়ে তারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। কুকুরটিকে সেসময় বাঁধা অবস্থায় পাওয়া যায়। এরপর অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

আরও পড়ুন>>

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বাসাভা। তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যারা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, তারা এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

এ ঘটনায় পশুপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা স্বতঃপ্রণোদিতভাবে মামলা করার বিষয়টি বিবেচনা করছে।

উল্লেখ্য, কর্ণাটকের চিক্কমাগালুরু জেলায় এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল। সেখানকার জয়পুরা থানা এলাকায় এক যুবক মদ্যপ অবস্থায় রাস্তার কুকুরের সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ এফআইআর দায়ের করে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।