সিরিয়া

বিদ্রোহীদের সঙ্গে হাত মেলালেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালি। ছবি: সোশ্যাল মিডিয়া

সিরিয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে বিদ্রোহীদের। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি জানিয়েছেন, এসব প্রতিষ্ঠান আপাতত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালির তত্ত্বাবধানে থাকবে, যতক্ষণ পর্যন্ত সেগুলোর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা না হয়।

এছাড়া, আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান উদযাপনে গুলি চালানোও নিষিদ্ধ করেছেন এইচটিএস প্রধান।

সম্প্রতি আল-জুলানি তার আইনি নাম আহমেদ আল-শারা ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন, যা তার আল-কায়েদার সঙ্গে পূর্বের সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখার একটি প্রচেষ্টা বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন>>

সরকারের বার্তা: ঐক্যের আহ্বান

সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালি জানিয়েছেন, তিনি এখনো দামেস্কের বাড়িতেই রয়েছেন। জালালি বলেছেন, তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিজের দায়িত্ব পালন করে যাবেন।

আসাদ সরকারের প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার এবং দেশের কল্যাণে কাজ করতে আহ্বান জানাই। যারা এই দেশের অন্তর্ভুক্ত, তাদের কোনো ক্ষতি না করার আশ্বাস দিয়েছে বিরোধী পক্ষ। আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি।

এসময় নাগরিকদের প্রতি সরকারি সম্পত্তি রক্ষারও আহ্বান জানান মোহাম্মদ গাজী আল-জালালি।

এর আগে, সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।