সিরিয়া সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

সিরিয়ায় বিদ্রোহীদের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে নতুন সংকট তৈরি হচ্ছে। ক্রমেই চাপ বাড়ছে বাসার-আল-আসাদ সরকারের ওপর।

এমন পরিস্থিতিতে সিরিয়ার সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। বলা হচ্ছে, প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় গোলান হাইটসে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে।

সিরিয়ায় হঠাৎ করেই বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। কারণ সরকারি বাহিনীও সামনের দিকে অগ্রসর হচ্ছে।

গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে। এরপর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তারা হামা দখলে নেয়। যেখানে দশ লাখের বেশি মানুষের বসবাস।

তবে এই দুইটি শহর দখল করেও থেমে নেই বিদ্রোহীরা। তারা এখন হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে। যেটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।