সিরিয়ায় বিদ্রোহীদের দখলে যাচ্ছে একের পর এক বড় শহর
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪
সিরিয়ায় হঠাৎ করেই বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। এমন পরিস্থিতে সেখান থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। কারণ সরকারি বাহিনীও সামনের দিকে অগ্রসর হচ্ছে।
গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে। এরপর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তারা হামা দখলে নেয়। যেখানে দশ লাখের বেশি মানুষের বসবাস।
তবে এই দুইটি শহর দখল করেও থেমে নেই বিদ্রোহীরা। তারা এখন হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে। যেটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা আশ্চর্যজনকভাবে এগিয়ে যাচ্ছে। এমনকি কিছু কিছু এলাকায় তারা বাসার আল আসাদ বাহিনীর কোনো বাধার মুখেই পড়ছে না।
জানা গেছে, হোমস শহর বর্তমানে বিদ্রোহীদের প্রধান লক্ষ্যবস্তু। কারণ এটি দেশটির রাজধানী দামেস্ককে উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে।
এমন পরিস্থিতিতে সিরিয়ায় অবস্থিত রুশ দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়তে আহ্বান জানিয়েছে।
সূত্র: বিবিসি
এমএসএম