এবার পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩
ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনকে নিজেদের সদস্য দাবি করেছেন বজরং দলের একজন নেতা।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে।
অভিযোগ উঠেছে, বুধবার (৪ ডিসেম্বর) রাতে বারাসাত রেলওয়ে স্টেশনে যাত্রী চলাচলের স্থানে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করেন বজরং দলের কয়েকজন সদস্য।
- আরও পড়ুন
- ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার
- একটি ইস্যু দিয়ে সম্পর্ক মূল্যয়ন করা যাবে না: ভারতীয় হাইকমিশনার
- আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
এ সময় বারাসাত থানা পুলিশ ঘটনাস্থল থেকে বজরং দলের তিন সদস্যকে আটক করেন। আটকরা হলেন- সুবীর দাস, আর্য দাস ও রিপন চ্যাটার্জি।
তবে এ বিষয়ে পুলিশ কিছু না জানালেও বারাসাত বজরং দলের নগর সহ-সংযোজক বাপন বিশ্বাস তাদের তিন সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বারাসাত থানা পুলিশ আমাদের বজরং দলের সদস্যদের গ্রেফতার করেছে। যদি পুলিশ তাদের না ছাড়ে, তবে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।’
ডিডি/ইএ