দক্ষিণ লেবাননে বাড়ি-ফেরার বিষয়ে লোকজনকে সতর্ক করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
লেবাননে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ/ ছবি: এএফপি

লেবাননে লোকজনকে বাড়ি-ফেরার বিষয়ে ফের সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চলে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেখানকার বাসিন্দারা।

সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দলে দলে বেসামরিক লোকজন নিজেদের নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। কিন্তু ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের বাড়ি-ঘরে ফিরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত গ্রাম এবং এর আশেপাশের লাইনের দক্ষিণ অংশ যেতে নিষেধ করা হয়েছে।

শেবা, আল-হাব্বারিয়েহ, মারজায়ুন, আরনৌন, ইয়োহমোর, কানতারা, চাকরা, বারাচিত, ইয়াটার এবং আল-মানসুরি এলাকায় লোকজনকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, যারা দক্ষিণাঞ্চলের এই এলাকায় প্রবেশ করবেন তারা নিজেদেরকেই বিপদে ফেলবেন। আদরাই আরও ৬০টির বেশি গ্রামে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদের বাড়ি-ঘরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী আপনাদের ওপর কোনো ধরনের হামলা চালাতে চায় না।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।