বাংলাদেশ ইস্যুতে যা বললেন কঙ্গনা রানাওয়াত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। গত কয়েকদিন ধরে কলকাতার বেগ বাগানে অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনে রাজ্যের বিরোধীদলের পাশাপাশি বিভিন্ন সংগঠন স্মারক লিপি দিয়েছে।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে স্মারক লিপি জমা দিতে গিয়ে দফায়-দফায় সংঘর্ষ বাধে কলকাতা পুলিশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। তাতে দুই পক্ষের লোকজন আহতও হয়েছেন।

এবার কলকাতায় এসে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা নিয়ে সরব হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির এই সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেন, যেটা বাংলাদেশে হচ্ছে সেটা আমাদের হিন্দুদের জন্য খুবই চিন্তার বিষয়। সব থেকে বড় কথা হলো এটা নিয়ে এখানে কোনো আন্দোলন নেই। এমনকি সামাজিক যোগাযোগেরমাধ্যম গুলোতেও এনিয়ে কোনো উচ্চবাচ্চ নেই।

অন্যদিকে রোববার (১ ডিসেম্বর), বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি।

জম্মুতে এক দলীয় সভায় কর্মীদের উদ্দেশে মেহবুবা মুফতি বলেন, হিন্দুরা বাংলাদেশে নিপীড়নের মুখে পড়েছে। কিন্তু, আমরা যদি এখানে (ভারতে) সংখ্যালঘুদের সঙ্গে একই কাজ করি, তাহলে দুই দেশের পার্থক্য কোথায় রইলো?

ডিডি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।