সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

দক্ষিণ কোরিয়ায় থামেনি ভারী তুষারপাত, মৃত্যু বেড়ে ৫

ভারী তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। গত দুই দিনে রাজধানী সিউলসহ বেশ কয়েকটি এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়। এদিকে, এই দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

বাংলাদেশ শাখা দায় না নিলেও চিন্ময়কে সমর্থনের ঘোষণা মূল ইসকনের

বহিস্কার হওয়ার বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) বাংলাদেশ শাখা। তবে, বাংলাদেশ শাখা দায় এড়িয়ে গেলেও ইসকনের প্রধান শাখা সংগঠন থেকে বহিস্কৃত এই পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে নিহত ২০০

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে তারা। উভয় পক্ষের লড়াইয়ে প্রায় ২০০ জন প্রাণ হারিয়েছেন।

এক মাসে ৫ খুন, টার্গেট ছিলেন ট্রেনের নারী যাত্রীরা

ভারতের গুজরাটে টিউশন থেকে বাড়ি ফেরার সময় গত ১৪ নভেম্বর ধর্ষণের পরে হত্যার শিকার হন এক কলেজছাত্রীকে। ভালসারে নামে এলাকায় রেল লাইনের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। পরবর্তী সময়ে তদন্তে নেমে হত্যাকারীকে আটক করতে সক্ষম হয় গুজরাট পুলিশ। আর তারপরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত বেড়ে ১১০

পাকিস্তানের কুররাম জেলায় চলমান সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১৫২ জন। গত আটদিনের বেশি সময় ধরে সেখানে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে। যদিও এরই মধ্যে দুই পক্ষ সংঘর্ষ এড়াতে চুক্তি করেছে। তবে কোনোভাবেই সহিংসতা থামছে না।

পিটিআই নিষিদ্ধে পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভায় ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধের জন্য একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা ও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) রানা মুহাম্মদ ফাইয়াজ এই প্রস্তাব পেশ করেন।

ভারতের জিডিপি প্রবৃদ্ধি দুই বছরের মধ্যে সর্বনিম্ন

ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে: জরিপ

ভয়েস অব আমেরিকার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।