ক্ষমা চাইলেন ডেভিড ক্যামেরন


প্রকাশিত: ০৪:০৮ এএম, ১২ মে ২০১৬

ব্রিটেনের সাবেক এক ইমামের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ওই ইমামকে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সমর্থক বলেছিলেন ক্যামেরন। ওই ঘটনার জন্য লজ্জিত বলে ক্ষমা চেয়েছেন তিনি। খবর বিবিসির।

কয়েক সপ্তাহ আগে লন্ডনের মেয়র নির্বাচনের প্রচারণাকালে ব্রিটিশ পার্লামেন্টে সাবেক ইমাম সুলায়মান গানিকে নিয়ে ক্যামেরন মন্তব্য করেছিলেন যে, সুলায়মান জঙ্গিগোষ্ঠীর সদস্য।

ওই নির্বাচনে বিরোধী লেবার পার্টির সাদিক খান নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

তবে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কোনো জবাব না দিয়ে আইনি লড়াইয়ে যাবার হুশিয়ারি দিয়েছেন সুলায়মান। সুলায়মানের এই ঘোষণার পরপরই ক্যামেরন তার নিজের মন্তব্যের জন্য দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।