এক মাসে ৫ খুন, টার্গেট ছিলেন ট্রেনের নারী যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৪

ভারতের গুজরাটে টিউশন থেকে বাড়ি ফেরার সময় গত ১৪ নভেম্বর ধর্ষণের পরে হত্যার শিকার হন এক কলেজছাত্রীকে। ভালসারে নামে এলাকায় রেল লাইনের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। পরবর্তী সময়ে তদন্তে নেমে হত্যাকারীকে আটক করতে সক্ষম হয় গুজরাট পুলিশ। আর তারপরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তদন্তের জন্য গুজরাট পুলিশ মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাসহ বিভিন্ন রাজ্যের পুলিশের সাহায্য নেয়। বিভিন্ন রাজ্যে খতিয়ে দেখা হয় বিভিন্ন রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ। সেই সূত্রেই হত্যাকারীকে চিহ্নিত করা যায়।

গুজরাট পুলিশ জানতে পারে, হত্যাকারী রাহুল করমবীর জাঠ হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা। গুজরাটে এক মাসের মধ্যে অন্তত ৫ জনকে খুন করেছে এই সিরিয়াল কিলার। তার লক্ষ্যবস্তু ছিল ট্রেনযাত্রীরা, বিশেষ করে নারীরা। তাকে গ্রেফতারের পর এসব হত্যার লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে।

পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত রাহুল অন্তত পাঁচজনকে হত্যা করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে এসব হত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে ওই ব্যক্তির টার্গেট ছিল বিভিন্ন ট্রেনের নারী যাত্রী।

রাহুল করমবীর জাঠকে গত ২৪ নভেম্বর গুজরাটের ভালসাড় জেলার ভাপি রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। এই অভিযানে বিভিন্ন রাজ্যের পুলিশ ইউনিট অংশ নেয়। এর আগে গুজরাটের বেশ কয়েকটি জেলার প্রায় ২ হাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, রাহুল যখনই কাউকে একা পেতেন, তখনই তার সর্বস্ব লুটে নিয়ে হত্যা করতেন। এই কাজ তিনি করতেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ট্রেনের নির্ধারিত কোচে এবং তার লক্ষ্যবস্তু ছিল নারীরা।

পুলিশ জানায়, গুজরাটে তরুণীকে ধর্ষণ ও হত্যা ছাড়াও আরও চারটি হত্যাকাণ্ড ঘটায় রাহুল করমবীর। গ্রেপ্তারের মাত্র এক দিন আগে সে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে এক নারীকে হত্যা করে।

এর কিছুদিন আগে মহারাষ্ট্রের শোলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে এক নারীকে ধর্ষণ ও হত্যা করে। পরে পশ্চিমবঙ্গের হাওড়া রেলওয়ে স্টেশনের কাছে কাটিহার এক্সপ্রেসে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ছাড়া কর্ণাটকের মুল্কি এলাকায় একটি ট্রেনে এক যাত্রীকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তদন্তে পুলিশ জানতে পারে এক বছর আগে রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় রাহুল। একটি ডাকাতির মামলায় কারাগারে ছিলেন তিনি। রাহুল করমবীরের বিরুদ্ধে ১৩টি এফআইআর দায়ের রয়েছে।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।