তারকা ফুটবলারদের ক্রিসমাস (ভিডিও)
২৫ ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। আর সবার মতোই এই উৎসবে মেতে উঠেছে খ্রীষ্টান ধর্মাবলম্বী বিশ্বসেরা ফুটবলাররাও। বড়দিন উপলক্ষে আপাতত ফুটবলারদের ছুটি। পরিবার-পরিজনদের নিয়ে উৎসবমুখর দিন কাটাচ্ছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের মতো ফুটবল সুপারস্টাররা। অন্যদিকে, নেইমার কিংবা লুই সুয়ারেজের মতো তারকা ফুটবলাররা বড়দিনের এই উৎসবে সমাজসেবামূলক কাজেও নিজেদের জড়িয়েছেন। তবে এতকিছুর মধ্যে ভক্তদের ভুলেননি মেসি-নেইমার-সুয়ারেজ-পেদ্রো-মাশ্চেরানোরা।
ইউটিউব ভিডিওর মাধ্যমে নিজেদের স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভক্তদের জন্য বড়দিনের প্রাক্কালে শুভ কামনা করেছেন তারা। আর্জেন্টিনায় নিজ শহর রোজারিওতে পরিবারের সদস্যদের নিয়ে বড়দিনের উৎসবমুখর আমেজে মেতে রয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে, পর্তুগালে নিজ শহর ফুলচালে একই রক আমেজে রয়েছে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোও। পুত্র সন্তান ও প্রেমিকা ইরিনা শায়েককে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বেশ ভালই কাটছে তার ছুটির দিনগুলো।
এদিকে, বড়দিনের আগে ছুটির সময়টায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্রাজিলে নিজ শহর সাও পাওলোতে একটি চ্যারিটি ফাউন্ডেশন গড়েছেন নেইমার। লক্ষ্য এ সব সুবিধাবঞ্চিত শিশুদের (৭-১৪ বছর) সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধূলাসহ বিভিন্ন বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা। বড়দিনের উৎসবে উরুগুয়ের তারকা সুয়ারেজও দাঁড়িয়েছেন অসহায় শিশুদের পাশে। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন ৫০০ শিশু ও তাদের পরিবারের জন্য খাবার ও বিভিন্ন প্রকার উপহার সামগ্রী পাঠিয়েছেন সুয়ারেজ। অন্যান্য তারকা ফুটবলারদের বড়দিনের উৎসব ও ছুটির সময়টা প্রায় একইভাবেই কাটছে।
এদিকে, মেসি-মাশ্চেরানো-সুয়ারেজ-নেইমার-পেদ্রো-রেকিটিকরা ভিডিওবার্তায় শুভ কামনা জানানোর মধ্য দিয়ে বার্সেলোনা সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন ক্রিসমাস আনন্দ।