মারাত্মক বায়ুদূষণের সঙ্গে তাপমাত্রাও কমছে দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২২ নভেম্বর ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

ঘন ধোঁয়াশায় ঢাকা দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। তার সঙ্গে তাপমাত্রাও নামতে শুরু করেছে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে ধোঁয়াশার সঙ্গে শীতের কামড়ও শুরু হয়ে গেছে ভারতের রাজধানীতে।

তবে দূষণের খুব একটা উন্নতি হয়নি বৃহস্পতিবারের তুলনায়। আশার আলো এই যে, বাতাসের গুণগত মানের সূচক টানা আট দিন ‘অতি ভয়ানক’ পর্যায়ে থাকার পর বৃহস্পতিবার থেকে ‘খুব খারাপ’ পর্যায়ে উন্নীত হয়েছে। তবে তাতেও বিপদ কাটছে না দিল্লিবাসীর।

শুক্রবার দিল্লির বাতাসের গুণগত মানের সূচক ৩৭৩। তবে বেশ কয়েকটি জায়গায় আবার পরিস্থিতি ‘অতি ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে।

সিপিসিবি-র শুক্রবারের তথ্য বলছে, চাঁদনি চকে বাতাসের গুণগত মানের সূচক ৩৫৯, বিমানবন্দর এলাকায় ৩৫৭, আইটিও মোড়ে ৩৪৪, আরকে পুরমে ৩৭২। তবে আনন্দ বিহার, বাওয়ানা, জাহাঙ্গিরপুরী, মুন্ডকা, নেহরু নগর, সোনিয়া বিহার, বিবেক বিহার, ওয়াজ়িরপুরে বাতাসের গুণগত মানের সূচক ‘অতি ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে। এই সব অঞ্চলে বাতাসের মানের সূচক ৪০০-র ওপরে।

এরই মধ্যে যান চলাচলের ওপর রাশ টেনেছে দিল্লি সরকার। দূষণের মাত্রা কম করতে ‘ওয়াটার গান’ দিয়ে পানি ছেটানো চলছে নিয়মিত।

কিন্তু তার পরেও দূষণের ছবির খুব একটা পরিবর্তন হয়নি। দূষণ পরিস্থিতির জেরে শ্বাসকষ্ট, কাশির মতো উপসর্গও বাড়ছে প্রতিনিয়ত।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।