ইউক্রেনের ৪৭০ কোটি ডলার ঋণ মাফ করে দিচ্ছে বাইডেন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২১ নভেম্বর ২০২৪
জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি: এএফপি

ইউক্রেনের জন্য প্রায় ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার (২০ নভেম্বর) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন এ তথ্য জানিয়েছেন।

আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই ইউক্রেনের জন্য যতটুকু সম্ভব সহযোগিতা বাড়াতে চায় বিদায়ী মার্কিন প্রশাসন।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি অর্থায়ন বিল পাস করে, যার মধ্যে ইউক্রেনের জন্য অর্থনৈতিক ও বাজেটারি সহায়তা হিসেবে প্রায় ৯৪০ কোটি ডলারের মওকুফযোগ্য ঋণ ছিল। এই অর্থের অর্ধেক ১৫ নভেম্বরের পর মাফ করতে পারতেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বিলে ইউক্রেনকে সহায়তার জন্য মোট ৬ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়, যা রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ মোকাবিলায় ব্যবহৃত হবে।

আরও পড়ুন>>

ম্যাথিউ মিলার বলেছেন, যে পদক্ষেপের কথা আইনে উল্লেখ ছিল, আমরা তা গ্রহণ করেছি। ওই ঋণগুলো মাফ করার সিদ্ধান্ত নিয়েছি।

তবে, কংগ্রেস চাইলে এখনো এই পদক্ষেপে বাধা দিতে পারে বলে জানিয়েছেন এ মার্কিন কর্মকর্তা।

মিলার এ কথা জানানোর দিনই ইউক্রেনের ঋণ মওকুফের বিরোধিতা করে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পেশ করেছেন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল। তিনি ইউক্রেনকে মার্কিন সহায়তার কঠোর সমালোচক। তবে, দুই দলের অধিকাংশ সিনেটরই ইউক্রেনকে সহায়তার পক্ষে।

এ অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ইউক্রেনকে সহায়তা পাঠাতে। কারণ, আগামী ২০ জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার পর দেশটির সহায়তা কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।