গাজায় ইসরায়েলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২১ নভেম্বর ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের বড় অংশই নারী ও শিশু। ফাইল ছবি: এএফপি

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন বেইত লাহিয়া এলাকার কমাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং ২২ জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজার উত্তরের বেইত লাহিয়ায় একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে ইসরায়েল। এতে ৬৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এছাড়া, গাজা সিটির শেইখ রাদওয়ান এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে কাজ করছে।

আরও পড়ুন>> 

কমাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতালটিতে ১৭ জন অপুষ্ট শিশু ভর্তি হয়েছে। তবে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনী হাসপাতালটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং কোনো মানুষ বা ওষুধের প্রবেশে বাধা দিচ্ছে।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি আনতে একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের অন্য ১৪ সদস্য রাষ্ট্রের সমঝোতার প্রস্তাবকে অস্বীকার করে এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

একই সময়ে লেবাননে লেবাননে ইসরায়েলি হামলায় মারা গেছেন ৩ হাজার ৫৫৮ জন, আহত হয়েছেন ১৫ হাজার ১২৩ জন।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।