এবার কিয়েভে দূতাবাস বন্ধ করলো ইতালি-স্পেন-গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২০ নভেম্বর ২০২৪
ইউক্রেনে রাশিয়ার হামলা/ ফাইল ছবি: এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধের পর এবার ইতালি, গ্রিস এবং স্পেনও তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। সেখানে বড় ধরনের সম্ভাব্য হামলার তথ্যের ভিত্তিতে এর আগে যুক্তরাষ্ট্র কিয়েভে নিযুক্ত তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর বিভিন্ন দেশ একই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। খবর আল জাজিরার।

সম্ভাব্য হামলার আশঙ্কার বুধবার (২০ নভেম্বর) সাময়িক সময়ের জন্য দূতাবাস বন্ধের ঘোষণা দেয় স্পেন। স্পেনের ইএফই নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সেখানে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পরই স্পেনও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে গ্রিসও এক ঘোষণায় জানিয়েছে, তারা দূতাবাস বন্ধ রাখবে।

বুধবার এক ঘোষণায় কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।

ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ ঘটনার পরই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলতে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমান হামলার সাইরেন বাজার পর তাৎক্ষণিক ভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের খাবার, পানি এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করে রাখারও আহ্বান জানানো হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।