ফের কর্ণাটকে ৬ বাংলাদেশি গ্ৰেফতার
ফের ৬ বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে গ্ৰেফতার করেছে ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ।তাদের বিরুদ্ধে নকল আঁধার কার্ড, ভোটার কার্ড, অন্যান্য নকল নথি বানিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে।
গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন- মো: সুমন হোসেন আলী, শেখ সাইফুর রহমান, মাজহারুল আজিজুল শেখ, সানোয়ার হোসেন এবং মুহাম্মদ সাকিব সিকদার। এর আগেও কর্ণাটকে অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়।
কর্ণাটক পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সবাই বাংলাদেশি। কয়েক বছর আগে তারা পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে। এরপর তারা সবাই কলকাতায় আশ্রয় নেয়। সেখানেই ভুয়া আধার কার্ড এবং অন্যান্য নথি তৈরি করে দেশের নানা প্রান্তের কাজের জন্য ঘুরে বেরিয়েছেন। এরপর তারা কাজের উদ্দেশ্যেই কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছান।
গত সোমবার (১৮ নভেম্বর) কর্ণাটকের চিত্রদুর্গের পুলিশ টহল চলাকালীন ওই ছয় বাংলাদেশি নাগরিকের গতিবিধি দেখে সন্দেহ হয়।
সে সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় জাল ভারতীয় পরিচয় পত্র। তাদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
- আরও পড়ুন:
- ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার
- নতুন ফোন কিনে ‘ট্রিট’ না দেওয়ায় বন্ধুদের হাতে কিশোর খুন
- নেতা চলে যেতেই প্রদর্শনীর মাছ লুট করলো জনগণ, ভিডিও ভাইরাল
তবে বার বার পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশের অভিযোগ ওঠায় রাজ্যে রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গ হয়ে রোহিঙ্গারা ভারতে ঢুকছে। বাঙালিদের রুটি-রোজগার কেড়ে নিচ্ছে তারা।
ডিডি/টিটিএন