বরফ যুগের শিকারি প্রাণীর মমি উদ্ধার, অক্ষত দেহের অনেকাংশ
সাইবেরিয়ায় বরফ যুগের একটি শিকারি প্রাণীর মমির সন্ধান পাওয়া গেছে। স্যাবার টুথ ক্যাট নামে পরিচিত প্রাণীটির এটি প্রথম মমি। এই সন্ধানের পর জীবাশ্মবিদদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রাণীটির বিভিন্ন অংশের অক্ষত মমির কারণে অনুমান করা যাচ্ছে স্যাবার টুথ ক্যাট প্রজাতির শিকারি প্রাণী দেখতে ঠিক কোন ধরনের ছিল, এদের গঠন কেমন ছিল ও কীভাবে প্রাণীটি শিকার করতো।
সাইন্টিফিক জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রচুর পশম, মমিকৃত মাংস ও এর মুখ, অগ্রভাগ এবং ধড় অক্ষত ছিল।
বাঘ প্রজাতির এই বাচ্চা শিকারি প্রাণীটির গাঢ় বাদামী পশম ছোট কিন্তু খুব পুরু ছিল, যা প্রায় শূন্য দশমিক ৮ থেকে ১ দশমিক ২ ইঞ্চি লম্বা। এর পশমও আশ্চর্যজনকভাবে নরম ছিল। এ তথ্য জানিয়েছেন গবেষণার প্রধান লেখক আলেক্সি ভি. লোপাটিন। তিনি মস্কোর রাশিয়ান একাডেমি অব সায়েন্সের পূর্ণ সদস্য ও একাডেমির বোরিসিয়াক প্যালিওন্টোলজিক্যাল ইনস্টিটিউটের প্রধান গবেষক ও পরিচালক।
লোপাটিন বলেন, দীর্ঘ বিলুপ্ত প্রজাতীর এই প্রাণী দেখতে পাওয়ার অনুভূতি অন্যরকম। বিলুপ্ত এই মাংসাশী প্রাণীটির সঙ্গে বর্তমান বাঘ প্রজাতির সঙ্গে মিল নেই।
তিনি বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই প্রজাতীর প্রাণী সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর কঙ্কাল, পশম ও অন্যান্য অঙ্গ পরীক্ষা করা হবে।
সূত্র:- সিএনএন
এমএসএম