পাকিস্তানে পৃথক হামলায় ৮ সেনা নিহত, ৭ পুলিশ অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৯ নভেম্বর ২০২৪
পাকিস্তানি সেনা সদস্য/ ফাইল ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় ৮ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেশটির পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তিরাহ এলাকায় স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) সংঘাতের ঘটনায় আট সেনা এবং ৯ সন্ত্রাসী নিহত হয়েছে।

দ্য পাকিস্তান তালেবান (টিটিপি) এসব হামলার দায় স্বীকার করে নিয়েছে। ওই প্রদেশে পৃথক একটি হামলার ঘটনায় চেক পয়েন্ট থেকে সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানিয়েছেন, হামলাকারীরা পুলিশ কর্মকর্তাদের কাছে থাকা অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে। মোহাম্মদ জিয়া উদ্দিন দ্বীন নামের অপর এক পুলিশ কর্মকর্তাও এই ঘটনা নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তান তালেবানের হামলার সংখ্যা অনেক বেড়ে গেছে।

এর আগে গত ২৫ অক্টোবর পাকিস্তান তালেবানের হাতে ১০ পুলিশ কর্মকর্তা নিহত হয়। দেশটির বিভিন্ন স্থানে প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

গত শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সাত সেনা সদস্য নিহত হন। ওই হামলার এক সপ্তাহ আগে প্রাদেশিক রাজধানীর একটি ট্রেন স্টেশনে একই গোষ্ঠীর বোমা হামলায় ১৪ সেনাসহ ২৬ জন নিহত হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।