জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে হামলার ঘটনায় তদন্ত দাবি অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

রাজধানীর জিরো পয়েন্টে রোববার (১০ নভেম্বর) আওয়ামী লীগের সমর্থক ভেবে কয়েকজন ব্যক্তির ওপর হামলার ঘটনায় বাংলাদেশ কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করার ও জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে এসব আহ্বান জানানো হয়েছে।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতাদর্শের কারণে মানুষের ওপর আক্রমণ করা, মতপ্রকাশের স্বাধীনতা ও সভা-সমাবেশ ও সংগঠন করার অধিকার লঙ্ঘন। প্রত্যেক নাগরিক যাতে তাদের এই অধিকারগুলো রক্ষা ও পালন করতে পারে, সেজন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেল

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।