আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ভলকানিক ছাইয়ে ঢেকে গেছে বালির আকাশ, বাতিল ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৩ নভেম্বর ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি আগ্নেয়গিরি থেকে অনবরত বের হওয়া ছাইয়ে (ভলকানিক অ্যাশ) ঢেকে গেছে আকাশ। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি এয়ারলাইনস দ্বীপটিতে ফ্লাইট কার্যক্রম বাতিল করছে।

কান্টাস, জেটস্টার ও ভার্জিন অস্ট্রেলিয়া বুধবার প্রতিবন্ধকতার বিষয়ে যাত্রীদের জানিয়েছে, মাউন্ট লেওটোবি লাকি-লাকির ছাই ফ্লাইট কার্যক্রমকে অনিরাপদ করে তুলেছে।

আগ্নেয়গিরিটি থেকে আকাশের নয় কিলোমিটার পর্যন্ত ছাইয়ের কুণ্ডলি ছড়িয়েছে। এক সপ্তাহ আগে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ১০ জন মারা যান।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোও সতর্ক করে জানিয়েছে বুধবার আগ্নেয়গিরির ছাই দেশের উত্তরের কিছু অংশে প্রবাহিত হতে পারে।

ভার্জিন অস্ট্রেলিয়া সব ফ্লাইট বাতিল করে এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সিঙ্গাপুর এয়ারলাইনসও একইভাবে কিছু ফ্লাইট বাতিল করেছে।

বালির আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক আহমেদ সিয়াউগি শাহাব বলেছেন, মঙ্গলবার ২২টি আন্তর্জাতিক ও ১২টি অভ্যন্তরীণ ফ্লাইট প্রভাবিত হয়েছিল, তবে বুধবারের ফ্লাইট বাতিল সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।