উপ-নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১১ নভেম্বর ২০২৪
মমতা ব্যানার্জী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ছয় আসনের উপ-নির্বাচনে ভোট আগামী ১৩ নভেম্বর। এর আগে দুদিনের ঝটিকা সফরে উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মূলত মাদারিহাট ও সিতাই বিধানসভা কেন্দ্রের সব কিছু খতিয়ে দেখার জন্যই তার এই সফর।

সোমবার (১১ নভেম্বর) সকালে উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ছয় কেন্দ্রে উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন। সংসদীয় নির্বাচনে আপনারা আমাদের জিতিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। রাজ্যে উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে এই উপ-নির্বাচনে তৃণমূলকে ফের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি চাই এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট হোক।

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ৩৬৫ দিন আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। সবাইকে বলবো, তৃণমূলকে ভোট দেন। আমি অনেকদিন পর দার্জিলিং যাচ্ছি। এর আগেও কার্শিয়াংয়ে গিয়েছিলাম। পাহাড়ে শান্তি আছে। আমি চাই দার্জিলিং ভালো থাকুক। ডুয়ার্স-তরাই ভালো থাকুক।

সোমবার রাতেই পশ্চিমবঙ্গের শৈলশহর দার্জিলিং পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আগামী মঙ্গলবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন দার্জিলিংয়ের ম্যালের চৌরাস্তায় সরস মেলা রয়েছে। সেই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।