কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১১ নভেম্বর ২০২৪
কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় নিহত নায়েব সুবেদার রাকেশ কুমার/ ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ সেনা। কিশতওয়ার এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর জানায়, শনিবার কিশতওয়ারের যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন।

সম্প্রতি দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড (ভিডিজি) নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে সন্ত্রাসবিরোধী অভিযানটি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। বিচ্ছিন্নতাবাদীরা ভিডিজিদের অপহরণ ও হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়ারা ও কেশওয়ানের জঙ্গলে তল্লাশী অভিযান শুরু হয়।

এর আগে ৩ নভেম্বর জম্মু-কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় অন্তত ১০ জন আহত হন। তারও আগে ২০ অক্টোবর কাশ্মীরের সোনমার্গে সেনাবাহিনীর বহরে হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। বহরের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে প্রাণ হারান অন্তত ৪ সেনাসদস্য। আহত হয় অন্তত ৩ সেনা।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।