আরো ২ লাখ অফশোর অ্যাকাউন্টের তথ্য ফাঁস


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৯ মে ২০১৬

কর ফাঁকির ১ কোটি ১৫ লাখ গোপন তথ্য ফাঁসের পর আবারো দ্বিতীয় দফায় ২ লাখ অফশোর অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে)। সোমবার আইসিআইজের বরাত দিয়ে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টেলিগ্রাফ বলছে, দুই লাখেরও বেশি অফশোর অ্যাকাউন্টের তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছে। এর আগে প্রথম দফায় পানামা পেপার্সে নাম আসায় ব্যাপক বিক্ষোভের মুখে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর গুনলাউগসন পদত্যাগ করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনে ব্যাপক চাপের মুখে পড়েন।

পানামা পেপার্স নামে পরিচিতি পাওয়া এ গোপন দলিলপত্রকে এযাবৎ কালের সবচেয়ে ব্যাপক গোপন তথ্য ফাঁসের ঘটনা বলা হচ্ছে। এতে ক্ষমতাধর রাজনীতিক থেকে শুরু করে নামকরা সেলিব্রেটি অনেকের কর ফাঁকির গোপন তথ্য বেরিয়ে এসেছে। পানামার একটি লিগ্যাল ফার্ম ‘মোসাক ফনসেকা’ থেকে এসব গোপন দলিল ফাঁস হয়ে যায়। প্রথম দফার তথ্যে বাংলাদেশের ৩২ ব্যক্তি ও তথ্য করফাঁকি দিয়ে অর্থপাচার করেছেন বলে জানানো হয়।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।