সিরিয়ায় ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস হচ্ছে


প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে প্রাচীন নানা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। খবর আলজাজিরার।

স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটির মঙ্গলবার প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের কারণে এ পর্যন্ত ২৯০টি ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৪টি ধ্বংসপ্রাপ্ত, ১০৪টি আংশিক ধ্বংস, ৮৫টি হালকা ক্ষতিগ্রস্ত ও ৭৭টি সম্ভাব্য ক্ষতির তালিকায় রয়েছে।

ক্ষতিগ্রস্তের তালিকায় প্রাচীন বাজার, বিশ্ববিখ্যাত মসজিদ, ক্রুসেডার দুর্গসহ বহু প্রাগৌতিহাসিক স্থাপনা রয়েছে। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের জেনেভাভিত্তিক ইনস্টিটিউট ইউনোস্যাট এ প্রতিবেদন তৈরি করেছে। সেখানে ক্ষতিগ্রস্ত ১৮টি এলাকাকে তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ছয়টি স্থানও রয়েছে। এগুলো হলো- আলেপ্পোর পুরনো শহর, বসরা, দামেস্ক, উত্তর সিরিয়ার মৃত শহরগুলো, ক্র্যাক দেস চ্যাভালিয়ার্স দুর্গ ও পালমিরার গ্রীক-রোমান মরুদ্যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।