টানা দূষণে বিপর্যস্ত লাহোরের জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৭ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই লাহোরের বায়ুদূষণ বিপজ্জনক স্তরে রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধার দিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দেখা গেছে, ৫৪১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে লাহোর। কোনোভাবেই শহরটির এই অবস্থার উন্নতি হচ্ছে না।

বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিওয়ম আওরঙ্গজেব বলেছেন, প্রতিবেশী দেশ ভারত থেকে বাতাসের মাধ্যমে দূষণ ছড়াচ্ছে।

টানা এমন দূষণে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে।
বিশেষ করে লাহোর, মুলতান, কাসুর, শেখুপুরা ও গুজরানওয়ালার মতো অন্যান্য শহরগুলো মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

বিপজ্জনক পরিবেশের কারণে নাগরিকদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এতে তাদের শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম।

বাইরে বের হলে লহোরের বাসিন্দাদের মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন ডাক্তাররা।

সূত্র: জিও নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।