পরাজয় মেনে নিলেন কমলা, ট্রাম্পকে সহায়তার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৭ নভেম্বর ২০২৪
হাওয়ার্ড ইউনিভার্সিটিতে স্বামীর পাশে কমলা হ্যারিস। ছবি: সিএনএন

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হার মেনে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি পরাজয়ের বাস্তবতা স্বীকার করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। কমলা বলেছেন, যে লড়াই এই প্রচারণাকে জ্বালানি জুগিয়েছে, তা এখনো শেষ হয়নি।

বুধবার (৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বক্তব্যকালে কমলা হ্যারিস বলেন, আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। তাকে বলেছি, আমরা তার দলকে ক্ষমতা হস্তান্তরে সহায়তা করবো। আমাদের দেশে নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেওয়া আমাদের গণতন্ত্রের মূল নীতি।

তিনি আরও বলেন, যদিও আমি এই নির্বাচনের পরাজয় মেনে নিচ্ছি, তবে সেই লড়াই থেকে পিছু হটছি না, যা এই প্রচারাভিযানে আমাদের শক্তি জুগিয়েছিল।

আরও পড়ুন>>

এসময় কমলা হ্যারিস তার সমর্থকদের হতাশ না হতে আহ্বান জানান। তিনি বলেন, এখন হতাশার নয়, আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার সময়। স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বার্থে সংগঠিত হওয়া এবং সম্পৃক্ত থাকার সময়।

যুব সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিধ্বস্ত হওয়া স্বাভাবিক, তবে জানবেন, সবকিছু ঠিকঠাক হবে। আমরা যখন লড়ি, আমরা জিতি—এমনটা সব সময়ই হতে পারে না। তবে এর মানে এই নয় যে আমরা হেরে যাবো।

কমলা বলেন, যখনই কেউ বলবে কিছু অসম্ভব, কারণ তা আগে কখনো হয়নি, তখন তাদের কথা শুনবেন না।

সূত্র: সিএনএন
কেএএ/

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।