ট্রাম্পের জয়ে পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৬ নভেম্বর ২০২৪
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি/ ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হোন না কেন, পররাষ্ট্র নীতিতে তেমন কোনো গুরত্বপূর্ণ পার্থক্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বুধবার (৬ নভেম্বর) দেশটির এক সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরানের পররাষ্ট্র নীতিগুলো আগের মতোই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই ও ইরানের সাধারণ নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আমাদের জন্য তাৎপর্যপূর্ণ কিছু নয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা বিবেচ্য নয়।

ট্রাম্প মূলত ইরানের প্রতি তার বিরোধপূর্ণ অবস্থানের জন্য পরিচিত। বিশেষ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন ২০১৮ সালে ইরানের সঙ্গে থাকা পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে আসেন।

তাছাড়া ২০২০ সালের জানুয়ারিতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনা দুই দেশকে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

অনেকে আশঙ্কা করছেন, হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে, গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন উভয় দেশের সম্পর্কে আরও ব্যাপক প্রভাব ফেলতে পারে।

সূত্র: আনাদোলু

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।