ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৬ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ের খবরের পরই বিশ্ব নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। তবে ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্রেমলিনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, এটা ভুলে গেলে চলবে না যে, শত্রু দেশটির উভয় নেতাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত।

দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য রাশিয়া যথাযথভাবে পর্যবেক্ষণ করছে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পেসকভ বলেন, কোনো কিছু বলতে গেলে এখনো কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট আরও প্রায় দেড় মাস হোয়াইট হাউজে থাকবেন।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, ট্রাম্প ওভাল অভিসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন বা প্রবেশ করবেন। পরবর্তীতে এ ব্যাপারে বক্তব্য দেওয়া হবে। যদিও আমরা সবকিছু বিশ্লেষণ করছি।

তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে। যদিও তা রাতারাতি সম্ভব নয়।

সূত্র: সিএনএন

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।