মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ভারতে কমলা হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে লড়াই করছেন কমলা হ্যারিস। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী ক্যাম্পেইন। তবে শুধু মার্কিন সমর্থকরাই হ্যারিসের জন্য প্রার্থনা করছেন না। ওয়াশিংটন থেকে ১৩ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারতের একটি গ্রামেও তার জয়ের জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। কারণ কমলার পূর্বপুরষরা এই গ্রামেরই।

জানা গেছে, তার মাতামহ পিভি গোপালনের জন্ম তামিলনাডুর থুলাসেন্দ্রপুরমে। ফলে চেন্নাই থেকে ৩০০ কিমি দূরের এই গ্রামের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে কমলা হ্যারিসের। তার মা শ্যামলা গোপালন উচ্চশিক্ষার জন্য ১৯ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন আমেরিকায়।

কমলা হ্যারিস একবার এই গ্রামে পা রেখেছিলেন। তখন তার বয়স ছিল পাঁচ বছর। দাদুর হাত ধরে চেন্নাইয়ের সমুদ্র সৈকতে ঘুরেছিলেন। এরপর ২০০৯ সালে চেন্নাই সমুদ্রসৈকতে এসেছিলেন। মায়ের অস্থি বিসর্জন দিতে। গ্রামে হয়তো আর পা পড়েনি হ্যারিসের। কিন্তু তাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। গ্রামের মন্দিরে হ্যারিসের জয়ের জন্য প্রার্থনার পাশাপাশি বিভিন্ন জায়গায় তার নামে পোস্টার দিয়েছেন বাসিন্দারা।

গ্রামের বাসিন্দা জি. মণিকন্দন জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যদি তিনি জয়ী হন তাহলে উদযাপন করা হবে।

কমলা হ্যারিসের কোনো আত্মীয় এখন আর থুলাসেন্দ্রপুরমে থাকেন না। কমলা হ্যারিসের মাতামহ যে বাড়িতে জন্মেছিলেন, সেখানেও এখন কেউ থাকেন না। ফাঁকা ভিটের মতো পড়ে রয়েছে।

তবে গ্রামে কমলা হ্যারিসের নামে একটি বাসস্টপ বানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখন শুধু ৫ নভেম্বরের অপেক্ষা। ১৩ হাজার কিমি দূরে বসে এই নির্বাচনের দিকে নজর রাখছে দক্ষিণ ভারতের ছোট্ট এই গ্রাম।

সূত্র: রয়টার্স

এমএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।