আদালতে কাঁদলেন ইমরান খানের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৪ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে শুনানি চলাকালে তেইরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিজের ও স্বামীর প্রতি অবিচারের কথা উল্লেখ করে কেঁদেছেন।

এদিন ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট আফজাল মাজোকারের আদালতে ছয়টি মামলায় ইমরান খানের ও অন্য একটি মামলায় নিজের জামিন পেতে হাজির হন তিনি।

ইমরান খানের স্ত্রী বলেন, গত নয় মাস ধরে আমি ন্যায় বিচার পাচ্ছি না। আমি ও আমার স্বামীকে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেঁদে কেঁদে বুশরা বিবি বলেন, কোনো ন্যায়বিচার নেই। তাই আমি বিচার চাইতে আসিনি। এখানের আইনজীবীরা শুধু সময় অপচয় করছে।

তিনি বলেন, কারাগারে যিনি আছেন তিনি কি মানুষ নন? কোনো বিচারক কি এটা দেখছেন না? এখানে যেহেতু কোনো ন্যায়বিচার নেই তাই আমি আর আদালতে আসবো না।

আদালতের কাছে বুশরা বিবি বলেন, বাইরে আমার গাড়িতে সব জিনিসপত্র আছে, আমি কারাগারে যেতে প্রস্তুত।

ইসলামাবাদ উচ্চ আদালতে জামিন পাওয়ার পর গত মাসে কারাগার থেকে ছাড়া পান ইমরান খানের স্ত্রী। তবে ইমরান খান এখনো রাওয়ালপিন্ডির আদিয়ালা কারগাররে বন্দি রয়েছেন।

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।