কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২১ জুলাই ২০১৪

২০১৪-১৫ অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যা গত বছরের চেয়ে প্রায় এক হাজার কোটি টাকা বেশি। সোমবার এ সংক্রান্ত একটি নীতিমালা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মূখপাত্র এ.এফ.এম. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কৃষিক্ষেত্র অগ্রগতি ধরে রাখার স্বার্থে চলতি অর্থবছরের জন্য এ নীতিমালা ঘোষণা ও কৃষি ঋণ বিতরণের লষ্যক্মাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য সোমবার বিকালে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বাংলাদেশ ব্যাংকে ডাকা হয়েছে। ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান এ নীতিমালা ঘোষণা করবেন।

উল্লেখ্য, ২০১২-১৩ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্য মাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থ বছরে তা বাড়ে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা। এক বছরে বেড়েছে ৪৬৫ কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।