মিডিয়া কোম্পানির শেয়ার দরে ধস

নির্বাচনের আগে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার খোয়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০২ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া কোম্পানির শেয়ার দরে বড় ধস নেমেছে। এতে তার সম্পত্তি কমেছে উল্লেখযোগ্য হারে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস।

ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার শেয়ারের দর গত পাঁচ সপ্তাহ ধরে বাড়লেও হঠাৎ ধস নেমেছে। মাত্র তিন দিনে কোম্পানিটি মোট মূল্যের ৪১ শতাংশ হারিয়েছে।

ট্রুথ সোশ্যালের মালিক ট্রাম্প মিডিয়া ও টেকনোলোজি গ্রুপের শেয়ার শুক্রবার ১৪ শতাংশ কমে যায়। এর আগে বুধবার ২২ শতাংশ ও বৃহস্পতিবার ১২ শতাংশ কমে।

গত মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫১ ডলার। সে হিসেবে কোম্পানিটির মূল্য ছিল ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার।

কিন্ত টানা তিন দিন পতনের পর শুক্রবার এটির মূল্য কমে দাঁড়ায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার। তার মানে হলো এই সময়ে ট্রাম্পের কোম্পানি ২ দশমিক ৪ বিলিয়ন ডলার খুইয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প টিভি চ্যানেল সিবিএস-এর বিরুদ্ধে মামলা করেছেন। চ্যানেলটির ‘৬০ মিনিট' অনুষ্ঠানে প্রচারিত ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে মামলাটি হয়েছে।

টেক্সাসের এক ফেডারেল আদালতে দায়ের করা মামলায় সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর বলে অভিযোগ করা হয়।

সূত্র: সিএনএন

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।