জাপানের মাউন্ট ফুজি

এখনো বরফের দেখা মেলেনি, ১৩০ বছরের রেকর্ড ভঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০২ নভেম্বর ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

নভেম্বর শুরু হয়ে গেছে। কিন্ত জাপানের আইকনিক মাউন্ট ফুজির চূড়ায় এখনো দেখা মেলেনি বরফের। গত ১৩০ বছরের মধ্যে এমন অবস্থা দেখা যায়নি জায়গাটিতে।

মূলত জাপানের মাউন্ট ফুজিতে অক্টোবরের শুরুর দিকেই বরফ পড়তে শুরু করে। কিন্তু দেশটির শীর্ষ এই জায়গাটিতে এখনো দেখা মিলছে না বরফের। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে দৃশ্যমান।

মাউন্ট ফুজিতে বরফ পড়া শুরু হলে বোঝা যায় শীত এসে গেছে। গ্রীষ্মের ক্লাম্বিং মৌসুমের পরই এমন আবহাওয়া দেখা যায়।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাউন্ট ফুজিতে গড়ে অক্টোবরের দুই তারিখ থেকে বরফ পড়ে। গত বছর ৫ অক্টোবর শুরু হয়েছিল।

জাপানের কোফু স্থানীয় আবহাওয়া অফিস প্রতিষ্ঠিত হয় ১৮৯৪ সালে। এরপর থেকে প্রতিবছরই প্রথম বরফের খবর প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

কোফু অফিসের আবহাওয়া কর্মকর্তা শিনিচি ইয়ানাগি বলেন, গ্রীষ্মকাল থেকে জাপানে উচ্চ তাপমাত্রা ও পরে বৃষ্টিপাতের কারণে কোনো তুষারপাত হয়নি।

১৮৯৮ সালে পরিসংখ্যান শুরু হওয়ার পর থেকে জাপানে এই বছর সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম রেকর্ড করা হয়েছে।

সূত্র: সিএনএন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।