কাজে খুশি হয়ে ঠিকাদারকে এক কোটি রুপির ঘড়ি উপহার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে ফেলেছিলেন। তার পুরস্কারও হাতেনাতে পেলেন এক ঠিকাদার। পাঞ্জাবের ব্যবসায়ী উপহার হিসেবে ঠিকাদারকে এক কোটি রুপির হাতঘড়ি উপহার দিলেন।

জানা গেছে, ৯ একর জমির ওপর একটি সুদৃশ্য ভবন বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল রাজেন্দ্র সিংহ রূপরা নামে এক ঠিকাদারকে। পাঞ্জাবের ব্যবসায়ী গুরদীপ দেব বাথ এই দায়িত্ব দিয়েছিলেন রূপরাকে। ঠিকাদারকে সময়ও বেঁধে দিয়েছিলেন ব্যবসায়ী। কিন্তু সেই সময় পার হওয়ার আগেই ব্যবসায়ীর পছন্দের সেই ভবন বানিয়ে ফেলেন ঠিকাদার।

দু’বছর ধরে ওই সুদৃশ্য ভবনের কাজ করেন ঠিকাদার। তার জন্য ২০০ শ্রমিককে কাজে নিয়োগ করেছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পরই কাজ দ্রুত গতিতে এগিয়ে নেন ঠিকাদার রূপরা। দিপাবলীর ঠিক আগেই সেই ভবন নির্মাণের কাজ শেষ করে হতবাক করে দেন ব্যবসায়ীকে। তার বেঁধে দেওয়া সময়ে এই কাজ শেষ করার পুরস্কারও দেন ব্যবসায়ী।

ওই ব্যবসায়ী জানিয়েছেন, এটি শুধু একটি বাড়ি নয়। এই ভবনটি আমার কাছে তার থেকেও বেশি কিছু। যেভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করেছেন ঠিকাদার, তা সত্যিই আশা করিনি। এর জন্য তার পুরস্কার পাওয়া উচিত।

এরপর ঠিকাদারকে ডেকে তার হাতে কোটি টাকার একটি ঘড়ি তুলে দেন। ঠিকাদার জানিয়েছেন, এই কাজ তার কাছে চ্যালেঞ্জিং ছিল। এ ধরনের নির্মাণকাজ খুব একটা সহজ বিষয় নয়। শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই কাজ করেছেন।

সূত্র: এনডিটিডি

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।