লেবাননের বালবেক অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ৩১ অক্টোবর ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলা। ফাইল ছবি: এএফপি

লেবাননের ঐতিহাসিক বালবেক অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আটজন নারী। এ ঘটনার পর লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তিনি আশা করছেন ‘কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই’ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

ইসরায়েলি সেনাবাহিনীর এই হামলা সেপ্টেম্বরের পর বালবেক অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী আঘাত বলে জানা গেছে। হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনী বালবেকের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্যতামূলক সতর্কতা জারি করে।

ইসরায়েলের নাহারিয়া শহরে বিস্ফোরণ

লেবাননের হিজবুল্লাহ-সংযুক্ত সংবাদমাধ্যম আল-মানার জানিয়েছে, লেবানন থেকে চালানো একটি ড্রোন ইসরায়েলের উত্তরের উপকূলীয় শহর নাহারিয়ায় লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর ফলে তীব্র বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে এই হামলার ভিডিও পোস্ট করলেও সরাসরি দায় স্বীকার করেনি।

আরও পড়ুন>>

এর আগে, হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, তাদের যোদ্ধারা বুধবার সন্ধ্যায় ইসরায়েলের লিমান ও গেশের হাজিভ এবং কিরিয়াত শমোনা শহরের কিছু অবস্থান লক্ষ্য করে চারবার রকেট হামলা চালিয়েছে।

এই হামলার পর হিজবুল্লাহর নতুন নেতা নাঈম কাসেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করার সিদ্ধান্ত নেয়, আমরা তা মেনে নেবো, তবে আমাদের শর্ত অনুযায়ী। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো প্রকার ভিক্ষা চাইবো না।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।