পশ্চিমবঙ্গ

সিনেমার প্রচারণায় আর জি করের ঘটনায় মুখ খুললেন বিদ্যা বালান

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৪
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান/ ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে প্রথম সারির মেডিকেল কলেজ আর জি করে শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বলেন, এটা তো মায়ের শহর, এখানে নারীদের সম্মান করা হয়।

বরাবরই কলকাতা তার প্রিয় শহর। কলকাতার সঙ্গে তার প্রাণের টান। বাংলায় কথা বলা হোক বা সিনেমায় বাঙালির চরিত্রে অভিনয় করা, বরাবরই বাঙালি দর্শকদের মন জয় করে নিয়েছেন বিদ্যা বালান। কলকাতায় যতবারই এসেছেন সিনেপ্রেমী বাঙালির মন জয় করে নিয়েছেন তিনি।

‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমার প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী বিদ্যা বালান।

কলকাতার একটি পাঁচতারকা হোটেলে বসে গণমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আর জি করের ঘটনায় কথা বলেন বিদ্যা বালান। আর জি কর নিয়ে প্রায় তিন মাস ধরে গণ-আন্দোলনে রূপ নিয়েছে গোটা ভারত।

আর জি করের ঘটনা প্রসঙ্গে বিদ্যা বালানকে প্রশ্ন করা হলে অকপটে বিদ্যা বলেন, আমার খুব ধাক্কা লেগেছে। আমার ফিল্মি ক্যারিয়ারের শুরু থেকেই এই শহর জড়িয়ে আছে। কলকাতা প্রতিবাদের শহর। মায়ের শহর। এখানে এরকম ঘটনা কীভাবে ঘটল বুঝতে পারলাম না।

বিদ্যা বালান আরও বলেন, আমরা সবাই বিচার চাইছি। যত দ্রুত সম্ভব আমরা সবাই বিচারের আশায় আছি এটুকুই বলার আছে। কার্তিক আরিয়ান বলেন, আমি কাছের মানুষদের হারানোর ভয় পাই। আর সেই কারণেই আমি এখনো সিঙ্গেল, প্রেম করছি না।

আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের দিওয়ালি রিলিজ ভুল ভুলাইয়া-৩। প্রায় ১৭ বছর পর অশরীরী রূপে ‘মুঞ্জুলিকা’ চরিত্রে হাজির হবেন বিদ্যা বালান। এই ছবিতে বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ানের পাশাপাশি দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। বহুপ্রতীক্ষিত এই ছবি যে বক্স অফিস কাঁপাবে তার আভাস মিলেছে ট্রেলারে। এই ছবি নিয়ে বেশ আশাবাদী ছবির তারকারাও।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।