বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় নাম লেখালো কলকাতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৯ অক্টোবর ২০২৪

একদিকে ঐতিহ্য, অন্যদিকে আধুনিকতা। ব্রিটিশ আমলের রাজধানী থেকে দেশীয় সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হলো প্রাচীন ও গৌরবের শহর কলকাতা। এবার সেই তিলোত্তমার মাথায় যুক্ত হলো নতুন পালক। পৃথিবীর সেরা ২৫টি শহরের তালিকায় উঠে এসেছে কলকাতার নাম।

আন্তর্জাতিক সংস্থা স্যাভিলস গ্রোথ হাফ ইন্ডেক্সের সমীক্ষায় ভ্রমণ ও অবসর কাটানোর জন্য বিশ্বের ২৫টি বিখ্যাত শহরের মধ্যে ১৯ নম্বরে উঠে এসেছে কলকাতা। এই তালিকায় আরও রয়েছে রাজস্থানের দুটি শহর উদয়পুর ও জয়পুর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর ও জয়পুর রয়েছে ২১ তম স্থানে। এদিকে, দ্রুত উন্নয়নের নিরিখে কলকাতা স্থান পেয়েছে ১১ নম্বরে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখেছেন, কলকাতা বিভিন্ন ক্ষেত্রে একাধিক বিশ্বমানের স্বীকৃতি পেয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। ভ্রমণ ও অবসর বিনোদনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে প্রথম সারির শহর কলকাতা। একইভাবে বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলোর মধ্যে কলকাতার অবস্থান ১১ নম্বর। সেরা এয়ার কোয়ালিটির নিরিখে দিল্লি আইআইটি তথ্য বলছে, কলকাতা বিশ্বের মধ্যে দ্বিতীয় (গত মে মাসে একিউআই বিশ্বের দ্বিতীয় সেরা মেট্রো শহর)।

তিনি আরও লিখেছেন, কলকাতা বাস্তবিক উন্নতির আলোকবর্তিকা হিসেবে উঠে এসেছে। এই স্বীকৃতি এসেছে এই পথ ধরে। এই শহরের মানুষ ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন বজায় রেখেই এগিয়ে চলেছে। তাদের হাতে হাতে এই উন্নয়ন ও সচেতনতার সঙ্গী না হলে, এই স্বীকৃতি সম্ভব ছিল না। আমরা সবাই মিলে এমন একটা শহর তৈরি করেছি, যে তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায় ও পরিবেশের যত্ন নেয়। আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর ও সমৃদ্ধি কলকাতার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।