ইসরায়েলকে কীভাবে জবাব দেওয়া হবে তা কর্মকর্তারা ঠিক করবে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

ইসরায়েলের কাছে কীভাবে ইরানের ক্ষমতা প্রদর্শন করা হবে তা কর্মকর্তাদের নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দুই রাত আগে ইসরায়েলের চালানো হামলাকে ছোট বা বেশি বড় করে দেখা উচিত নয়।

খামেনি বলেন, ইরানের ক্ষমতা ইসরায়েলকে প্রদর্শন করা উচিত। তবে সে সিদ্ধান্ত কর্মকর্তাদের নেওয়া উচিত।

প্রতিশোধ নিতে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালানো হয়েছে। তবে এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, পূর্বের হুঁশিয়ারি সত্ত্বেও জায়নিস্ট রিজিম তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। যার জবাব দিতে মরিয়া ছিল ইসরায়েল।

সূত্র: রয়টার্স, প্রেসটিভি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।